Site icon Jamuna Television

ঈদ কবে জানতে সৌদিতে চাঁদ দেখার প্রস্তুতি

পবিত্র ঈদুল ফিতর কবে জানতে সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়েছে। দেশটির দুই বৃহৎ পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে আজ শনিবার (২৯ মার্চ) চাঁদ দেখার সবচেয়ে বড় ব্যবস্থা করা হয়েছে।

যদিও জ্যোতির্বিজ্ঞানীরা বলে আসছেন, এবার সৌদি ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৯ মার্চ ঈদুল ফিতরের চাঁদ দেখার সম্ভাবনা কম।

কেউ কেউ বলছেন, আকাশ পরিষ্কার থাকলে ৭-৮ মিনিটের জন্য চাঁদ দেখা যেতে পারে। দেশটিতে আজ চাঁদ দেখা গেলে সেখানে এবার ২৯ রোজা পালিত হবে।

এদিকে, বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী সোমবার সেখানে (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটিতে আজ রমজানের ২৯তম দিন ছিল।

এর আগে প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে ৩১ মার্চ ঈদ উদযাপিত হবে। সেখানে রমজান মাস ৩০দিন পূর্ণ করবে। ব্রুনাই-ও ঈদের তারিখ জানিয়েছে।

/এমএন

Exit mobile version