Site icon Jamuna Television

সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৩০ 

সুনামগঞ্জ করেসপনডেন্ট: 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ধরমপুর গ্রামের নুরুল হক ও সৈদুল, রইচ আলী গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার বিকেলে গ্রামের যুবকরা ফুটবল খেলার সময় তুচ্ছ ঘটনা নিয়ে বিবাদে জড়ায়। এরই জেরে পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হন। পরে আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকরাম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

/আরএইচ

Exit mobile version