Site icon Jamuna Television

নাটোরে ওসির বিরুদ্ধে ২ বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে নির্যাতনের অভিযোগ

নাটোর করেসপনডেন্ট:

নাটোরে কোন কারণ ছাড়াই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে নির্যাতনের অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে।

শনিবার (২৯ মার্চ) রাতে শহরের লালবাজারের একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন ওই দুই ছাত্রনেতা।

তারা বলেন, গত ২৪ মার্চ রাতে সিংড়ায় যুবদল নেতার নেতৃত্বে ছাত্রদলের চারজন ট্রান্সফরমার চুরি করতে যায়। এসময় স্থানীয়রা আটক করে তাদের পুলিশে দেয়। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই যুগ্ম আহ্বায়ক উদয় মিজান ও আদনান ঘটনা জানতে থানায় যায়। এসময় কোন কারণ ছাড়াই থানার ওসিসহ আরও কয়েকজন পুলিশ তাদের আটকে রেখে নির্যাতন করে।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতারা গিয়ে তাদের ছাড়িয়ে নেন। পরে হাসপাতালে চিকিৎসা শেষে সিংড়া থানার ওসিসহ জড়িতদের বরখাস্তের দাবি জানান ভুক্তভোগীরা।

তবে কোন নির্যাতনের ঘটনা ঘটেনি বলে দাবি করেন থানা পুলিশের পরিদর্শক। তবে অভিযুক্ত অফিসার ইনচার্জের কোন বক্তব্য পাওয়া যায়নি।

/এমএইচ

Exit mobile version