Site icon Jamuna Television

ফাঁকা ঢাকায় নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, ফাঁকা ঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। জনগণকে নিয়ে যেকোনো নাশকতা প্রতিরোধ করা হবে।

রোববার (৩০ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের একটি দলের নেতাকর্মীরা কলকাতায় অবস্থান করে নাশকতার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জনগণের জান-মালের নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময় অপরাধীদের তথ্য পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, রোববার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নাশকতা কিংবা হামলার কোনো শঙ্কা নাই। যাত্রাপথের মতোই মানুষ স্বস্তির সাথে ঈদ পালন করবে। দুর্নীতিকে প্রশ্রয় না দেয়ার কারণেই মানুষ স্বস্তিতে বাড়ি যেতে পারছে।

/আরএইচ

Exit mobile version