Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে ৩ কোটি ২১ লাখ টাকার টোল আদায়

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বেড়ে যায়। তবে কোথাও যানজট দেখা যায়নি। এদিকে যমুনা সেতু ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা৷

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২৯ হাজার ২৮৮ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৬ হাজার ১৯০টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে ১ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৮৫০ টাকা।

যযুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তির হচ্ছে। যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। মানুষ স্বস্তিতে গন্তব্য পৌঁছচ্ছে। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। সেতুর উপর দিয়ে সার্বক্ষণিক যানবাহনের চলাচলের চেষ্টা করা হচ্ছে। গাড়ি বিকল হলে রেকার দিয়ে সড়ানের ব্যবস্থাও করা হয়েছে।

অপরদিকে টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট সৈকত হোসেন বলেন, রাতে সেতু এলাকায় কয়েক কিলোমিটার জটলা হয় তবে যানজট নেই। শেষ মুহূর্তে মানুষ বাড়ি যাচ্ছে তাই গাড়ির চাপ পড়ে যায় বেশি। এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে।

/এটিএম 

Exit mobile version