Site icon Jamuna Television

ঈদে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার

ছবি: ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

এবার রাজধানীতে এক হাজার ৭৩৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে ঈদের প্রথম জামাত সকাল ৭টায় আর প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোট ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

রোববার (৩০ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। জানান, এবারের ঈদ ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঈদেরদিন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করবেন। জাতীয় ঈদগাহ ময়দান ও রাজধানীর ঈদ জামাতগুলোকে কেন্দ্র করে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঈদে নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি সিটিটিসি, এটিইউ সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন।

/এটিএম

Exit mobile version