Site icon Jamuna Television

কেমন হবে রাজধানীতে ঈদ আনন্দ মিছিল?

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

ঢাকার পুরাতন ঐতিহ্য ফিরিয়ে এনে এবার ঈদ নামাজ শেষে অনুষ্ঠিত হবে আনন্দ মিছিল। এমনটাই জানিয়েছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবার সেই মিছিল সম্পর্কে কিছুটা বিস্তারিত জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

রোববার (৩০ মার্চ) সকালে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

তিনি বলেন, ঈদের দিন নামাজ শেষে মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি পুরনো বাণিজ্য মেলার মাঠ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে সংসদ ভবনে গিয়ে শেষ হবে। মিছিলের সামনে ও পেছনে ২০টির মতো ঘোড়ার গাড়ি থাকবে। ঈদ মিছিল হবে বর্ণাঢ্য। ব্যান্ড পার্টি থাকবে, মোঘল চিত্রকলা থাকবে। নারী-পুরুষ, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবে।

এছাড়া তিনি জানান, মিছিলে মোবাইল, জায়নামাজ, ওয়ালেটের বাইরে ভারি কোনো বস্তু সঙ্গে নেয়া যাবে না। কোনো অনাকাঙ্ক্ষিত পতাকা নিয়ে যাওয়া যাবে না। নিলে তা বাজেয়াপ্ত করা হবে।

এদিকে পুরাতন বাণিজ্য মেলার মাঠে দুইদিনব্যাপী ঈদ মেলার আয়োজন করা হয়েছে জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, মেলায় ২০০টির মতো স্টল থাকবে। নানা ধরনের পণ্য সামগ্রী, খাবার, চটপটি থাকবে। বাচ্চাদের নাগরদোলা, খেলার ব্যবস্থা থাকবে।

/এটিএম

Exit mobile version