Site icon Jamuna Television

মিয়ানমারে সাড়ে ১৬ টন ত্রাণ পাঠালো বাংলাদেশ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ১৬ দশমিক ৫ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে আজ প্রাথমিকভাবে সেনাবাহিনী ও বিমান বাহিনীর দুটি পরিবহন বিমান জরুরি ত্রাণ নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুনে যাচ্ছে।

রোববার (৩০ মার্চ) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমীন। বলেন, শক্তিশালী ভূমিকম্পের ফলে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট দেখা দিয়েছে।

সাড়ে ১৬ টন ত্রাণের মধ্যে রয়েছে, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, তাঁবু, মশারি, সোলারলাইটসহ জরুরি সহায়তা।

/এটিএম

Exit mobile version