Site icon Jamuna Television

ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা হুতির

আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। রোববার (৩০ মার্চ) ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল ভূপাতিতের দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। এমনটা জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

এদিন দেশটির বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেনের শব্দ শোনা যায়। তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ইসরায়েল গাজায় পুনরায় হামলা শুরু করার পর পাল্টা জবাব দিচ্ছে হুতিও। ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুড়ছে গোষ্ঠীটি। পাশাপাশি, লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজেও চালাচ্ছে হামলা।

/এএম

Exit mobile version