Site icon Jamuna Television

মিয়ানমারে ভূমিকম্পে মৃত বেড়ে ১৭০০, ত্রিশ ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধার

মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের মৃতের সংখ্যা বাড়ছে। সবশেষ ১৭০০ মৃতদেহ উদ্ধারের খবর জানিয়েছে কর্তৃপক্ষ। আজ রোববার (৩০ মার্চ) এ তথ্য দিয়েছে আনাদোলু এজেন্সি।

মিয়ানমারের সামরিক বাহিনী প্রধান মিন অং হ্লাইং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে এক ফোনকলে জানিয়েছেন, ভূমিকম্পে প্রায় ১৭০০ জনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে প্রায় ৩৪০০ জন আহত হয়েছেন আর ৩০০ জনের মতো মানুষ নিখোঁজ রয়েছেন।

এর আগে, শনিবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রায় ৩০ ঘণ্টা ধরে ধ্বংসস্তূপ আটকে থাকার পর ৩০ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। মান্দালায় তাকে উদ্ধার করে উদ্ধারকর্মীরা। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। ওই নারীকে উদ্ধারের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।

ধারণা করা হচ্ছে, এখনও চাপা পড়াদের মধ্যে অনেকে জীবিত রয়েছে। তাদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। সরঞ্জামের সংকটে খালি হাতেই চলছে তৎপরতা।

এদিকে, যুক্তরাষ্ট্রের একটি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভয়াবহ এই ভূমিকম্পে প্রাণহানি ছাড়াতে পারে ১০ হাজার।

/এএম

Exit mobile version