Site icon Jamuna Television

১২ লাখ রুপি জরিমানা পান্ডিয়ার

স্লো ওভার রেটের কারণে এবার ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে হার্দিক পান্ডিয়াকে। আইপিএলে এবারের আসরে প্রথম ম্যাচে খেলতে নেমেই জরিমানা দিতে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ককে।

গেল আসরে মুম্বাইয়ের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছিলেন হার্দিক। সেই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবারের আসরের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। সেই ম্যাচে একাদশে ছিলেন না হার্দিক। তবে গুজরাট টাইটান্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিরেই যেমন দলের হার দেখতে হয়েছে, তেমনি আবারও দলের স্লো ওভার রেটের ভার নিতে হচ্ছে অধিনায়ককে।

গত আসরে মুম্বাই ইন্ডিয়ানস মোট তিনটি ম্যাচে স্লো ওভার রেটে বোলিং করেছিল। যে কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে পান্ডিয়াকে গুনতে হয়েছিল ৩০ লাখ রুপি জরিমানা। এবারের আসরে অবশ্য স্লো ওভার রেটের শাস্তির নিয়ম কিছুটা শিথিল করেছে বিসিসিআই। এখনকার নিয়ম অনুযায়ী, প্রতি ম্যাচে স্লো ওভার রেটের কারণে একটি করে ডিমেরিট পয়েন্ট পাবেন অধিনায়কেরা।

/এএম

Exit mobile version