Site icon Jamuna Television

ঈদে দুই দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ সীমধারী

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ ওঠেছে। পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে ছুটি কাটাতে গত দুই দিনে প্রায় ৪১ লাখ সীমধারী রাজধানী ঢাকা ছেড়েছেন। মোবাইল অপারেটর কোম্পানিগুলোর দেয়া সিম মবিলিটির হিসেবে এই তথ্য জানা গেছে।

তাদের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২৮ ও ২৯ মার্চ দুই দিনে মোট ৪০ লাখ ৯৪ হাজার ৬২১ সীমধারী ঢাকা ছেড়েছেন। এর মধ্যে ২৮ মার্চ ঢাকার বাইরে গেছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ সীমধারী, আর ২৯ মার্চ এই সংখ্যা বেড়ে হয়েছে ২১ লাখ ৯৫ হাজার ৮৪।

এবারের ঈদে ছুটি শুরু হয়েছে ২৯ মার্চ (শনিবার) থেকে। টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) চলবে ২ এপ্রিল পর্যন্ত। পরদিন ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। কিন্তু সরকার ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে।

এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুইদিনের সাপ্তাহিক ছুটি। সেক্ষেত্রে সব মিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

/এমএন

Exit mobile version