Site icon Jamuna Television

আতশবা‌জি ফোটাতে গিয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

ফাইল ছবি

ষ্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীতে আতশবা‌জি ফোটাতে গিয়ে মো. রা‌ফি নামে আট বছরের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৩০ মার্চ) রাতে শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রা‌ফি ওই এলাকার ব্যবসায়ী মো. ম‌নির হোসেনের ছেলে।

রা‌ফির মামা মো. বশার মিয়া জানান, মাগ‌রিবের নামাজের পরে তার ভা‌গিনাকে আতজবা‌জি ফোটাতে নিষেধ করে তি‌নি বাজারে গিয়েছিলেন। রাত ৮টার দিকে খবর পান আতশবাজি ফোটাতে গিয়ে রা‌ফির শরীরের বি‌ভিন্ন অংশ দিয়ে রক্ত বের হচ্ছে। তাৎক্ষ‌ণিক তাকে পটুয়াখালী মে‌ডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রা‌ফিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের দা‌য়িত্বপ্রাপ্ত চি‌কিৎসক জানান, আতশবা‌জির মাথার শিশার অংশ সরাস‌রি রা‌ফির গলার শ্বাসনালিতে প্রবেশ করায় ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রা‌ফির প‌রিবারসহ এলাকায় শোকের ছায়া নে‌মে এসেছে।

/এএস

Exit mobile version