Site icon Jamuna Television

জানুয়ারিতে নতুন ওয়েজবোর্ডে বেতন পাবেন পোশাক শ্রমিকরা

গার্মেন্টস শ্রমিকরা নতুন ওয়েজবোর্ড অনুযায়ী জানুয়ারিতে বেতন পাবেন। এনিয়ে নির্বাচনের আগে শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

গার্মেন্টস শ্রমিকদের বেতনভাতার সাম্প্রতিক অসন্তোষ নিয়ে সকালে সচিবালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিজিএমইএ ও শ্রমিক সংগঠনগুলোর নেতারা। এতে বেতনভাতা নিয়ে আশুলিয়া, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনা হয়। সরকার ও বিজিএমইএ নেতারা নির্বাচনের আগে গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন।

Exit mobile version