Site icon Jamuna Television

মুঘল আমলের কায়দায় রাজধানীতে ঈদ আনন্দ মিছিল

মুঘল আমলের কায়দায় রাজধানীতে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সুলতানী আমলের এই ঈদ র‍্যালির আয়োজনে অংশ নেয় সাধারণ মানুষ।

এদিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে সুলতানি মুঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল শুরু হয় আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে। এ আনন্দ মিছিলে অংশ নেয় অসংখ্য মানুষ।

মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। বিভিন্ন ব্যানার, ফ্যাস্টুন, বাদ্যযন্ত্রের সাথে উৎসবের স্লোগানে মিছিল থেকে ঈদ আনন্দে মেতে উঠে সাধারণ মানুষ।

মিছিল শেষে মানিক মিয়া এভিনিউর সংসদ ভবন প্রান্তে আয়োজিত কনসার্টে যোগ দেন সাধারণ মানুষ।

/এমএইচ

Exit mobile version