Site icon Jamuna Television

বিচার চলাকালীন দল হিসেবে আ. লীগের নিবন্ধন বাতিলের দাবি নাহিদের

ফাইল ছবি।

আওয়ামী লীগের গণহত্যার বিচার চলাকালীন অবস্থায় দল হিসেবে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৩১ মার্চ) সকালে রাজধানীর জুরাইনে কবরস্থানে জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, আওয়ামী লীগের বিষয়ে অবস্থান স্পষ্ট। তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। ৫ আগস্ট জনগণ রায় দিয়েছে, কীভাবে কার্যকর হবে তা দেখার বিষয়।

সব সময় জুলাই গনঅভ্যুত্থানে নিহত ও আহতদের পাশে জাতীয় নাগরিক পার্টি থাকবে বলেও মন্তব্য করেন নাগরিক পার্টির এই নেতা।

/এমএইচ

Exit mobile version