Site icon Jamuna Television

দেশে দেশে উদযাপিত হচ্ছে ঈদ

বাংলাদেশ ছাড়াও আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। পাশ্ববর্তী দেশ ভারতের দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে লাখেরও বেশি মুসল্লির অংশগ্রহণে দেশটির প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
সেখানে সবাই শান্তিপূর্ণভাবে নামাজ পড়েছেন। নামাজ শেষে যথারীতি একে অপরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

দিল্লি ছাড়াও দেশটির মুম্বাই, মধ্য প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, জম্মু-কাশ্মিরসহ ভারতের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতেও চলছে ঈদের আনুষ্ঠানিকতা। রাজ্যগুলোতে ঈদের সালাত আদায় করেন লাখো মুসলিম।

পশ্চিমবঙ্গে কলকাতার রেড রোডে একসাথে ঈদের নামাজ আদায় করেন হাজার হাজার মুসলিম। ঈদগাহ ময়দান পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জানান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

এ সময় মমতা বন্দোপাধ্যায় বললেন, আমরা ধর্মনিরপেক্ষ। দেশে কোনো দাঙ্গা চাই না। সাধারণ মানুষও চায় না, কিন্তু রাজনৈতিক দলগুলো তা চায়। কিন্তু আমরা তা হতে দেব না। সংখ্যাগরিষ্ঠদের দায়িত্বই হচ্ছে সংখ্যালঘুদের রক্ষা করা।

এদিকে, বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও পালিত হচ্ছে ঈদ। চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মাঝেই রাজধানী জাকার্তায় কাঁধে কাঁধ মিলিয়ে ইদ জামাতে অংশ নেন হাজারও ধর্মপ্রাণ মুসল্লি।

নানা আনুষ্ঠানিকতা চলছে মালয়েশিয়াতেও। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশটিতে তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা।

এসব দেশ ছাড়াও পাকিস্তান, ওমান, মিসর, জর্ডান, সিরিয়া, ব্রুনেইতেও পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এর আগে রোববার, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে উদযাপিত হয় ঈদ।

/এমএন

Exit mobile version