Site icon Jamuna Television

দেশের ভবিষ্যৎ এখনও সমৃদ্ধ নয়, অনেক কিছু পাওয়ার আছে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ এখনও সমৃদ্ধ নয়। দেশের অনেক কিছু পাওয়ার আছে। উজ্জ্বল ভবিষ্যতের জন্য অবশ্যই আমাদের ভাবতে হবে।

সোমবার (৩১ মার্চ) বিকেলে প্রধান উপদেষ্টার কাযালয়ে সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, দেশে শান্তি অত্যন্ত জরুরি। তাই পরষ্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবো। যাতে মানুষ নিজের আগ্রহে দেশে চলতে পারে। কারও যাতে ভয়ে চলতে না হয়। উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের অবশ্যই ভাবতে হবে। ভবিষ্যতের জন্য কাজ করতে হবে। এখন থেকেই জাতিকে এক সুতোয় গাঁথা শুরু হবে।

তিনি আরও বলেন, ঈদের বাণীই হচ্ছে নিজেদের মধ্যে সমঝোতা, অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। সমাজে এরকম একটা দিন আমরা স্থির করতে পেরেছি, এটাই আমাদের জন্য একটা মস্তবড় আশীর্বাদ।

এবারের ঈদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আমরা যাতে পরস্পরের কাছে আসি, দূরত্ব থেকে সরে আসতে পারি। চারিদিকে সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ ঐক্যবদ্ধ হওয়া এই সময়ের জন্য বিশেষভাবে জরুরি।

/আরএইচ

Exit mobile version