Site icon Jamuna Television

এপ্রিলেও অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

ফাইল ছবি।

আগামী এপ্রিল মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে। গত ফেব্রুয়ারি মাসের নির্ধারিত দামেই আগামী মাসে তেল বিক্রি হবে। এই নিয়ে পরপর দুই মাস জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখলো সরকার।

সোমবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিল মাসে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ করতে বিদ্যমান দাম অনুযায়ী প্রতিলিটার ডিজেল ও কেরোসিন ১০৫ টাকা, পেট্রোলের দাম ১২২ টাকা ও অকটেনের দাম ১২৬ টাকা রাখা হয়েছে।

সবশেষ গত ফেব্রুয়ারি মাসে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি এক টাকা বাড়িয়ে এই দাম নির্ধারণ করেছিল সরকার। এরপর মার্চ মাসে জ্বালানী তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। এবার আগামী এপ্রিল মাসেও একই ঘোষণা দিলো সরকার।

উল্লেখ্য, গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু হয়। সেই থেকে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করে আসছিল সরকার।

/আরএইচ

Exit mobile version