Site icon Jamuna Television

কলকাতাকে হারিয়ে আসরের প্রথম জয় পেল মুম্বাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) প্রথম জয়ের দেখা পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সোমবার (৩১ মার্চ) ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে আট উইকেটে হারায় দলটি।

কলকাতার দেয়া ১১৭ রানের লক্ষ্যে পৌঁছাতে খুব একটা বেগ পেতে হয়নি মুম্বাইকে। দুই ওপেনার রোহিত শার্মা ও রিকেলটন খানিকটা দেখেশুনে শুরু করেন। এরপর দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন রোহিত। অপর প্রান্তে রিকেলটনও অনেকটা হাত খুলে ব্যাট চালান। প্রথম পাঁচ ওভার শেষে মুম্বাইয়ের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪৪। পরের ওভারে আন্ড্রো রাসেলের বলে ব্যক্তিগত ১৩ রানে সাজঘরে ফেরেন রোহিত। ক্রিজে আসেন উইল জ্যাকস। তবে অপর প্রান্তে চার-ছক্কার মারে দলকে প্রায় একাই জয়ের পথে নিয়ে যান রিকেলটন।

১০ ওভার শেষে মুম্বাইয়ের দলীয় সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ৮৯ রান। এতে খুব বড় অঘটন না ঘটলে জয় কেবলমাত্র সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় মুম্বাইয়ের কাছে। পরের ওভারে জ্যাকস আউট হলে ক্রিজে আসেন সূর্যকুমার যাদব। পরে গল্পটা শুধুমাত্র সূর্যকুমারের। ৯ বলে ২৭ রানের ক্যামিওতে ৪৩ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি। ২৭ রানের ইনিংসে ৩টি চার ও দুইটি ছক্কা মারেন তিনি। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান নেন রিকেলটন। এর মধ্যে চারটি ৪ ও পাঁচটি ছয়ের মার ছিল।

আগে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার সুনিল নারিন ও কুইন্টন ডি কককে হারায় কলকাতা। এরপর অজিঙ্কা রাহান ও রাগুবংশী বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করে। কিন্তু চতুর্থ ওভারে রাহানে, ষষ্ঠ ওভারে ভেঙ্কটেস আয়ার ও সপ্তম ওভারে রাগুবংশীকে হারায় দলটি। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন রাগুবংশী।

এরপর রিঙ্কু সিং ও মানিশ পান্ডে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও দলীয় ১১ তম ওভারে ব্যক্তিগত ১৭ রানে রিঙ্কু ও ১৯ রানে মানিশ প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর রামানদীপ সিং ১২ বলে ২২ রানের ইনিংস খেললেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ১৬ ওভারের দ্বিতীয় বলে শেষ ব্যাটার হিসেবে আউট হন রামানদীপ।

/আরএইচ

Exit mobile version