Site icon Jamuna Television

স্পেনে কয়লার খনিতে বিস্ফোরণ, নিহত ৫

স্পেনের একটি কয়লার খনিতে বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

সোমবার (৩১ মার্চ) দেশটির উত্তরাঞ্চলীয় আসতুরিয়াস প্রদেশের দেগানায় এ দুর্ঘটনা হয়।

খনি ধসে পড়ায় এখনও চাপা পড়ে আছেন অন্তত দু’জন। তাদের উদ্ধারে তৎপরতা চলছে।

ঘটনাস্থলে কাজ করছে তিন হেলিকপ্টার, দুই অ্যাম্বুলেন্সসহ উদ্ধারকারী দলের সদস্যরা। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে খনির একটি যন্ত্রে ত্রুটি ধরা পড়লে বিস্ফোরণ ঘটে।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়েছে স্পেনে।

/এমএইচ

Exit mobile version