Site icon Jamuna Television

গোপালগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

প্রতীকী ছবি।

গোপালগঞ্জ করেসপনডেন্ট:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে কোটালীপাড়ার বর্ষাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বাড়ির পাশের জমিতে মাছের ঘের কাটতে যায় সিরাজ ফকির। এ সময় কাজে বাধা দেয় তার চাচাতো ভাই গাউস ফকির। এ নিয়ে দুই জনের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই জেরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আহত ১২ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও গুরুতর আহত কয়েকজনকে ঢাকা পাঠানো হয়েছে।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, বিরোধপূর্ণ জমিতে ঘের কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

/আরএইচ

Exit mobile version