নাটোরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নব বিবাহিত যুবকের মৃত্যু

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎপৃষ্ট হয়ে হাবিবুর রহমান হাবিব (২২) নামে এক নব বিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিপ্রবেলঘড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব একই গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নিজ বাড়িতে সদ্য নির্মিত ঢালাই করা মেঝেতে বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন হাবিব। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন মেইন সুইচ বন্ধ করে দেন। পরে দ্রুত হাবিবকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তারা আরও জানান, ১৪ দিন আগে হাবিব বিয়ে করেছিলেন। শ্বশুর বাড়ির লোকজন আসবে তাই তিনি সকাল থেকে বাড়ি পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন।

নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান বিদ্যুৎপৃষ্টে হাবিবুর রহমান হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply