স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:
নরসিংদীর মাধবদী উপজেলার রাইনাদী এলাকায় মিনিবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন শিশু নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত দশজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে মহাসড়কের উপজেলার রাইনাদী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। তবে এখনও শিশুটির নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে নরসিংদীগামী মিনিবাসটি রাইনাদী এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাহনই ছিটকে সড়কের পাশের খাঁদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। মিনিবাসের চালকসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়েছে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই শিশুটির পরিবার মরদেহটি নিয়ে গেছে। শিশুটির নাম-পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে।
/আরএইচ
Leave a reply