Site icon Jamuna Television

কুষ্টিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নেসহ নিহত ৩

কুষ্টিয়া করেসপনডেন্ট:

কুষ্টিয়ায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নেসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় ও দিবাগত রাত দেড়টার দিকে খোকসা এবং সদর উপ‌জেলায় এসব ঘটনা ঘটে।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের জিলা স্কুলের সামনে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাহাত ইসলাম পলাশ (৩০) ও মো. ফাহিম অনিক (২৩) নামের দুইজন নিহত হন।

নিহত পলাশ কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার আসাদুল ইসলাম মোল্লার ছেলে। সে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে সাভারে কর্মরত ছিলেন ও অনিক শহরের কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়ে তানভীর গণি (২৩) নামের একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাতে মোটরসাইকেলে করে তিনজন মোল্লাতেঘরিয়ায় চাচাতো ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছিলো। পথিমধ্যে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। এরপর রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মো. ফাহিমও মারা যান।  

এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় ডাক্তার দেখিয়ে বাড়ি যাওয়ার পথে খোকসা উপজেলার বিলজানি বাজারে সড়ক দুর্ঘটনায় ময়েন উদ্দিন (৬৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন।

/আরএইচ

Exit mobile version