Site icon Jamuna Television

জয়পুরহাটে উপজেলা যুবদল সভাপতি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম চপলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে চাঁদাবাজি মামলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। আটক চপল আক্কেলপুরের রামকৃষ্ণপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে।

পুলিশ জানায়, রফিকুল ইসলাম চপল বেশ কিছুদিন আগে মুরগি ব্যবসায়ী বনিজ উদ্দিনের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন। বনিজ উদ্দিন চাঁদা না দিয়ে জয়পুরহাট আদালতে এ ব্যাপারে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

এদিকে স্থানীয় অনেক বিএনপি নেতা-কর্মী জানান বিএনপি’র রাজনীতি করায় তাকে গ্রেফতার করা হয়েছে। আটক চপল আক্কেলপুর পৌরসভার সাবেক নির্বাচিত কাউন্সিলর।

Exit mobile version