Site icon Jamuna Television

আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩

আখাউড়া (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন।

ঈদের তৃতীয় দিনে আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন অদূরে রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম, কাইয়ুম (২৩)। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদের ওপর কয়েকজন টিকটক ভিডিও বানাচ্ছিলেন। ট্রেনটি রেলব্রিজ এলাকায় পৌঁছলে ডিসের তারের সাথে পেচিয়ে চারজন নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। বাকিদের উদ্ধার করে কসবা ও ব্রাক্ষণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এমএন/আরএইচ

Exit mobile version