Site icon Jamuna Television

খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু

ফাইল ছবি।

খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু করেছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। বুধবার (২ মার্চ) লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে একথা জানান।

তিনি জানান, বুধবার থেকে আগামী চারদিন খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে। দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বাসায় ওনাকে দেখতে আসবেন।

কিছু পরীক্ষা করার জন্য বিএনপি চেয়ারপার্সনকে ক্লিনিকেও নেয়া হতে পারে বলে জানিয়েছেন ডা. জাহিদ। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই এই পরীক্ষা নিরীক্ষা বলে জানান তিনি।

কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে ডা.জাহিদ বলেন, রিপোর্ট পর্যালোচনা করে লন্ডনের ডাক্তারদের পরবর্তী সিদ্ধান্তেই তা চূড়ান্ত হবে। এছাড়া, মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সনকে চিকিৎসকদের পরামর্শে স্থানীয় একটি পার্ক থেকে ঘুরিয়ে আনা হয় বলেও জানান তার ব্যাক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন।

/এমএইচ

Exit mobile version