Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির ঘোষণায় এশিয়ার শেয়ারবাজারে ধস

যুক্তরাষ্ট্রের ১৮৫টি দেশ-অঞ্চলের পণ্যে শুল্ক বৃদ্ধির ঘোষণার জেরে ধস নেমেছে এশিয়ার শেয়ারবাজারে। ফলে বিশ্ব বাণিজ্য ও সাপ্লাই চেনে বিপর্যয়ের শঙ্কা করা হচ্ছে।

ট্রাম্পের এই শুল্কারোপে সবচেয়ে বেশি ভুক্তোভোগী ভাবা হচ্ছে এশিয়ার দেশগুলোকে। ওয়াশিংটনের অন্যতম বাণিজ্যিক অংশীদার হিসেবে পরিচিত চীন, জাপান, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশের ওপর বড় ধরণের শুল্কারোপ করা হয়েছে। যার প্রভাব পড়েছে দেশগুলোর শেয়ারবাজারে।

জাপানের নিক্কেইয়ের গড় শেয়ার ৪ দশমিক ৬ শতাংশ কমে আট মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে। এদিকে, দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্ক কোরিয়া কম্পোজিট স্টক প্রাইস ইনডেক্স ৩৬ দশমিক ৫৭ পয়েন্ট কমেছে। পতন ঘটেছে চীনের শেয়ার বাজারেও। দেশটির মুদ্রা ইউয়ানের দর সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন হয়েছে।

অর্থনীতিবিদ টিম হারকোর্ট বলেছেন, এই বাণিজ্য যুদ্ধে কেউ জিতবে না। শুল্ক আরোপ করা নিজের পায়ে নিজের কুড়াল মারার মতো। শেষ পর্যন্ত এটি ট্রাম্পের জনপ্রিতা কমাবে। যুক্তরাষ্ট্রেরও ক্ষতি করবে। আমার মনে হয়, এ ক্ষেত্রে এশিয়ার দেশগুলো বিচক্ষণতার পরিচয় দেবে। ফলে আসিয়ানের সাথে উত্তর-পূর্ব এশিয়ার বাণিজ্য বাড়বে।

আরও পড়ুন: আমেরিকার নয়া শুল্ক নীতি: বাংলাদেশসহ ১৮৫টি দেশ-অঞ্চলের ওপর শুল্ক বৃদ্ধি

/এমএন

Exit mobile version