Site icon Jamuna Television

চট্টগ্রামে আলোচিত ব্রাশফ্রায়ারে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ২

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত ব্রাশফায়ারে জোড়া খুনের ঘটনায় অস্ত্রধারী ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন বেলাল ও মানিক।

গতকাল বুধবার (৩ এপ্রিল) ফটিকছড়ি উপজেলা ও নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে বেলাল ও মানিককে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুইজনই কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণ করে। আসামি বেলাল অস্ত্র সরবরাহ এবং মানিক মোটরসাইকেল সরবরাহ করার পাশপাশি কিলিং মিশনের পরিকল্পনা করে।

গত ৩০ মার্চ ব্রাশফায়ারের ঘটনায় প্রাইভেটকারে থাকা বখতিয়ার ও রিফাত নামে ২ জন নিহত হয়। এই ঘটনায় জেল হেফাজতে থাকা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নাসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

/এমএন

Exit mobile version