বাউফলে মসজিদ কমিটির সভাপতিকে অপসারণ, মুসল্লিদের ওপর হামলা

|

বাউফল প্রতিনিধি:

মসজিদ কমিটির সভাপতির পদ থেকে অপসারণকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে স্থানীয়দের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ৩ জন আহত হয়।

বুধবার (২ মার্চ) রাতে কায়না গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ১ এপ্রিল ঈদ উদযাপনে মৃধা বাড়ি জামে মসজিদের সামনে গান বাজনার আয়োজন করে কমিটির তৎকালীন সভাপতি মাহাবুবুর রহমান চুন্নু। এতে অসন্তোষ জানায় স্থানীয় কয়েকজন মুসল্লি। তাদের অভিযোগের ভিত্তিতে মাহাবুবুরকে পরদিন মসজিদ কমিটির সভাপতি পদ থেকে অপসারণ করা হয়।

এতে ক্ষিপ্ত হয়ে মাহাবুবুরের লোকজন স্থানীয়দের ওপর হামলা করে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠানো হয়। তবে, অভিযোগ অস্বীকার করেছে মাহাবুবুর।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply