Site icon Jamuna Television

যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, বাসে আগুন

যশোর করেসপনডেন্ট:

যশোরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন, রুবেল হোসেন (৩৫) ও তার মেয়ে ঐশী (১০)। এ ঘটনায় রুবেলের স্ত্রী জেসমিন (২৮) ও তার আরেক মেয়ে তায়েবা (৪) ও পথচারী ওসমান আলী (১৯) গুরুতর আহত হয়েছেন। নিহত রুবেল হোসেন খুলনার খালিশপুর থানার মুজগনি বাস্তুহারা এলাকার মিল্লাত গাজীর ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তার স্ত্রী ও সন্তানদের শার্শা উপজেলায় শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে তারা পুলেরহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যশোরগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুবেল হোসেনের মেয়ে ঐশী মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পথে রুবেল হোসেনও মারা যান। রুবেলের স্ত্রী জেসমিন ও তার মেয়ে তায়েবা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের নাভারণ থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ শেখ।

/আরএইচ

Exit mobile version