Site icon Jamuna Television

নোয়াখালীতে জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগে মামলা

নোয়াখালী করেসপনডেন্ট:

নোয়াখালী কবিরহাটে ছয় বছর বয়সী জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগে একজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীদের মা। বৃহস্পতিবার (৩ এপ্রিল) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া।

অভিযুক্ত মো. ফরিদ (১৬) উপজেলার ধানশালিক ইউনিয়নের মো. দিদার মিয়ার ছেলে।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৩ মার্চ থেকে ভুক্তভোগী শিশুদের মা তার ছোট মেয়ের শারীরিক অবনতি লক্ষ্য করে। এরপর ২৫ মার্চ দুই বোন বাড়ির পাশে রাস্তার ওপর খেলাধুলা করার সময় বড় মেয়েকে ফরিদ পাশের একটি পরিত্যক্ত টিনশেট ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে তার ছোট বোন বিষয়টি জানালে তাদের মা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে। এরপর ছোট মেয়েকে শারীরিক অবনতি কারণ জানতে চাইলে ফরিদ তার সাথে একই কাজ করেছে বলে জানায়।

এ বিষয়ে কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, গত ৩০ মার্চ ৫৪ ধারায় আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখন দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হবে।

/আরএইচ

Exit mobile version