Site icon Jamuna Television

“রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে রাশিয়া”

রোহিঙ্গা ইস্যুতে রাশিয়া বাংলাদেশের পাশে আছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। সকালে রোহিঙ্গা সঙ্কট ও নিরাপত্তা পরিষদ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকার মতো মস্কোও আনান কমিশনের সুপারিশের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। বলেন, প্রয়োজনে মস্কোতে বিশেষ দূত পাঠাবে বাংলাদেশ। একই সাথে তিনি দাবি করেন চলমান রোহিঙ্গা সংকটে চীনের অবস্থানও বাংলাদেশের বিপক্ষে নয়।

রোহিঙ্গাদের এখন নিরাপদে মিয়ানমারে ফেরানোই সরকারের একমাত্র লক্ষ্য বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।বলেন, মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। তাদেরকে স্থায়ীভাবে মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করছে সরকার।

তিনি বলেন, নিরাপত্তা পরিষদের মাধ্যমে তাদের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে। বলেন, নিরাপত্তা পরিষদে উন্মুক্ত সভায় অংশ নিয়ে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ ও দেশটির নির্যাতিত নাগরিকদের ফেরত নেয়ার উপর জোর দাবি জানিয়েছে। যেখানে বাংলাদেশ ও মিয়ানমার উভয়েই উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

Exit mobile version