ভোগা‌ন্তি ছাড়াই ফিরছে মানুষ, দৌল‌তদিয়ায় বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ

|

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

প্রিয়জন‌দের সঙ্গে ঈদ উদযাপন ‌শেষে ঈদের আজ পঞ্চম দিনে কর্মস্থলগামী যাত্রী ও যানবাহ‌নের চাপ বেড়‌ছে দে‌শের দ‌ক্ষিণ প‌শ্চিমঞ্চ‌লের প্রবেশদ্বার রাজবাড়ী গোয়াল‌ন্দের দৌলত‌দিয়া ফেরি ঘাটে।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকে দৌলত‌দিয়া ফে‌রি ও লঞ্চ ঘাটে যাত্রীদের ভিড় ও যানবাহ‌নের চাপ দেখা গে‌ছে। ত‌বে সড়‌ক ও ঘাট এলাকায় যানজট না থাকায় ভোগা‌ন্তি ছাড়াই নির্বিঘ্নে পদ্মা নদী পার হতে পারছে যাত্রী ও যানবাহন। 

স‌রেজ‌মি‌ন গি‌য়ে দেখা যায়, ভোর থেকেই দৌলত‌দিয়া ফে‌রি ঘাট এলাকায় কর্মস্থলগামী যা‌ত্রী ও যানবাহ‌নের চাপ র‌য়ে‌ছে। ত‌বে ঘাট এলাকায় যানজট না থাকায় স্ব‌স্তি‌তে নদী পাড় হ‌য়ে পাটু‌রিয়া থে‌কে কর্মস্থ‌ল ও গন্ত‌ব্যে যা‌চ্ছে মানুষ।

বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউ‌দ্দিন ব‌লেন, গত ক‌য়েক‌দি‌নের তুলনায় আজ সকাল থে‌কে যা‌ত্রী ও যানবাহ‌নের চাপ বে‌ড়ে‌ছে। ত‌বে কোনো প্রকার যানজট বা ভোগা‌ন্তি নেই। এই নৌরু‌টে ছোট বড় মি‌লে ১৭টি ফে‌রি দি‌য়ে যানবাহন ও যা‌ত্রী পারাপার করা হ‌চ্ছে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply