Site icon Jamuna Television

অনেকে ঢাকায় ফিরছেন, এখনও বাড়ি যাচ্ছেন কেউ কেউ

ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে যাত্রীদের ফিরতে দেখা গেছে।

ঈদের ছুটির শেষ পর্যায়ে থাকলেও এখনও ঢাকা ছাড়ছেন অনেক যাত্রী। যদিও সে সংখ্যা অনেক কম।

গণপরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এখনও অনেক যাত্রী ঢাকা ছাড়ছে। তবে সেই সংখ্যা অনেক কম।

সরেজমিন দেখা গেছে, সিট ফাঁকা রেখেই গন্তব্যে ছাড়ছে গাড়ি। অনেকে ঈদের ছুটি পাননি বা বিশেষ কারণে যেতে পারেননি। তারাই ঢাকা থাকছেন বেশি।

তবে, ঈদের ছুটি থাকায় এখনও ঘুরতে যাচ্ছেন কেউ কেউ। স্বস্তির ঈদ কাটিয়ে ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা।

/এমএইচ

Exit mobile version