Site icon Jamuna Television

গোলাম মাওলা র‌নির স্ত্রীর গাড়ি বহরে হামলা

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি

পটুয়াখালী-৩ (গলা‌চিপা-দশ‌মিনা) আসনের বিএন‌পি প্রার্থী গোলাম মাওলা র‌নির স্ত্রীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে । আজ বিকালে গলা‌চিপা শহরের টিএন্ড‌টি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার জন্য বিএন‌পির পক্ষ থেকে আওয়ামী লীগকে দায়ি করা হলেও আওয়ামী লী‌গের প্রার্থী তা অস্বীকার করেছেন। ‌

গোলাম মাওলাা র‌নির স্ত্রী রুনু বেগম জানান, গণসং‌যোগ শেষে উপজেলা বিএন‌পির সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব মিয়ার বাসার সামনে দিয়ে যাবার পথে আচমকা ১০\১২ জনের একদল দুর্বৃত্ত মাইক্রোবাসে হামলা চালায়। এসময় গাড়ির গ্লাস ভাঙ্গা হয়।

এতে রুনু ও তার বোন, শিশুসহ ৫ জন আহত হয়েছে বলে দাবি করেন তিনি।

নৌকার প্রার্থী শাহজাদা সাজু জানান, কে বা কারা হামলা চা‌লিয়েছে তা তি‌নি জানেন না তবে বিএন‌পির অভ্যন্তরীণ কোন্দল হতে পারে বলে তি‌নি মনে করেন।

Exit mobile version