Site icon Jamuna Television

ইউরোপীয়দের যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিতের আহ্বান ফ্রান্স প্রেসিডেন্টের

মার্কিন শুল্কারোপের জবাবে ইউরোপীয় ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিতের আহ্বান জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

এসময়, ট্রাম্পের ট্যারিফ আরোপের সিদ্ধান্তকে ভিত্তিহীন আখ্যা দেন ফরাসি প্রেসিডেন্ট। দাবি করেন, এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রই বেশি ক্ষতিগ্রস্ত হবে। ইউরোপীয়দের ঐক্যবদ্ধ হয়ে জবাব দিতে হবে বলেও মন্তব্য কোড়েণ তিনি।

ইমানুয়েল ম্যাকরন বলেন, যুক্তরাষ্ট্রের ঘোষিত সিদ্ধান্তটি নিষ্ঠুর ও ভিত্তিহীন। শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্যের ভারসাম্যহীনতা সংশোধন করা সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের চেয়েও ইউরোপের বাজার বড় জানিয়ে তিনি আরও বলেন, শুল্কারোপ আমেরিকার অর্থনীতির ওপরই প্রভাব ফেলবে। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দরকষাকষি না হওয়া পর্যন্ত দেশটিতে আমাদের বিনিয়োগ স্থগিত করা উচিৎ।

/এমএইচ

Exit mobile version