Site icon Jamuna Television

বগুড়ায় নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি।

বগুড়া ব্যুরো:

বগুড়ার শেরপুর উপজেলায় নদীতে গোসলে নেমে আবু সাদাত ইকবাল এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদাত ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিল চাপরি গ্রামের ইকবাল হোসেনের ছেলে। সে পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

শেরপুর থানা পুলিশ জানায়, পরিবারের সাথে ঈদের ছুটিতে নানার বাড়ি উপজেলার সূত্রাপুর গ্রামে বেড়াতে আসে সাদাত। শুক্রবার সকালে তার নানা এবং মামার সাথে পাশের জোড়গাছা ব্রিজের নিচে নদীতে গোসল করতে নামে সে। একপর্যায়ে সাদাত ও তার মামা নদীর স্রোতে তলিয়ে যায়। পরে তার মামার খোঁজ মিললেও অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও সাদাতকে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/আরএইচ 

Exit mobile version