ময়মনসিংহের গ্রামের ছেলে ইয়াসিন তিন মাস আগে যোগ দিয়েছিলেন রুশ সেনাবাহিনীতে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে অংশ নিয়ে বোমার আঘাতে মৃত্যু হয়েছে তার। চুক্তি ভিত্তিক সৈনিক হিসেবে রাশিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন তিনি। এমন ঘটনায় হতবাক এলাকাবাসী।
মৃত্যুর পর খোঁজ নেই মরদেহের। লাশ দেশে ফিরিয়ে আনা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ছয় মাস আগে রাশিয়া গিয়ে, কীভাবে অজপাড়া গ্রামের দরিদ্র পরিবারের ছেলে ইয়াসিন যোগ দিলেন সেখানকার সেনাবাহীনিতে?
ময়মনসিংহ গৌরীপুরের ডৌহাখলার যুবক ইয়াসিন, ৬ মাস আগে চীনা কোম্পানির হয়ে ইলেক্ট্রিশিয়ানের চাকরি নিয়ে রাশিয়া যান। পরে চাকরি ছেড়ে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে যোগ দেন রাশিয়ার সেনাবাহিনীতে। অংশ নেন ইউক্রেন যুদ্ধে।
ঈদের পরদিন পরিবার জানতে পারে, গেল ২৭ মার্চ নিহত হয়েছে ইয়াসিন। ইয়াসিনের মৃত্যুর খবরে শোকস্তব্ধ পুরো পরিবার। বাড়িজুড়ে আহাজারি।
গৌরীপুরের ডৌহাখলা গ্রামের মৃত সত্তর মিয়ার ছোট ছেলে ইয়াসিন শেখ। ভাই আর মাকে নিয়ে অভাব অনটনের সংসার। পরিবার চালাতে রোজগারের আশায় পাড়ি জমায় প্রবাসে। এখন মরদেহ ফেরত পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
গৌরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদুল হাসান ফোনে বলেন, বিষয়টি এখনও পরিবার থেকে জানায়নি। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে ইউএনও।
পরিবারের সুখ স্বাচ্ছন্দের আশায় জীবনের সর্বোচ্চ বাজি ধরেছিলেন ইয়াসিন, নেমেছিলেন যুদ্ধে। ভাগ্যের নির্মমতায় এখন লাশ হয়েও ফিরতে পরছেন না তিনি।
/এটিএম
Leave a reply