Site icon Jamuna Television

ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে এক্সে মোদির পোস্ট, যা বললেন

থাইল্যান্ডের ব্যাংককে সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে আজ শুক্রবার (৪ এপ্রিল)। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন ভারত সরকারপ্রধান। পোস্টে ইউনূসের সঙ্গে তোলা তিনটি ছবিও শেয়ার করেন মোদি।

এক্স-এ দেয়া পোস্টে নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

আমি বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা রোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের এই শীর্ষ সম্মেলন শুরু হয় ২ এপ্রিল। যা আজ শেষ হচ্ছে। তাতে যোগ দিতে ব্যাংকক যান বাংলাদেশ ও ভারতের এ দুই নেতা।

/এমএন

Exit mobile version