Site icon Jamuna Television

ইউনূস-মোদি বৈঠককে ইতিবাচক বলছে বিএনপি

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম দ্বিপক্ষীয় বৈঠককে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে দেখছে বিএনপি।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচনসহ নানা বিষয়ে সাংবাদিকের সঙ্গে মতবিনিময়ে এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেছেন, এই বৈঠকের প্রয়োজন আছে এবং প্রয়োজন ছিল। বৈঠকের অভ্যন্তরে কী আলোচনা হয়েছে, বিস্তারিত তা জানা না গেলেও ইতিবাচকভাবে দেখার কথা জানিয়েছেন তিনি।

শেখ হাসিনার প্রত্যাবর্তন ও বিচার সময়ের এবং জনগণের দাবি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। শেখ হাসিনার পাশাপাশি ভারতে অবস্থানরত ফ্যাসিবাদের দোসরদের দেশে ফেরত পাঠানোর দাবি জানান মির্জা আব্বাস।

/এমএন

Exit mobile version