Site icon Jamuna Television

ইউনূস-মোদির বৈঠক আশা জাগিয়েছে: মির্জা ফখরুল

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক আশার আলো জাগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, এই বৈঠক হওয়া আনন্দের কথা। যা দুই দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। আমরা মনে করি ভূ-রাজনীতিতে বাংলাদেশ-ভারতের যে রাজনৈতিক অবস্থান, এই বৈঠক আমাদের আশার আলো দেখাচ্ছে।

মির্জা ফখরুল আরও বলেন, দুই দেশের সরকার প্রধানকেই আন্তরিক মনে হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্কের যে তিক্ততা তৈরি হচ্ছিল, তা বৈঠকের ফলে কমবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এর আগে, আজ বিকেলে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম দ্বিপক্ষীয় বৈঠককে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে দেখছে বিএনপি। এই বৈঠকের প্রয়োজন আছে এবং প্রয়োজন ছিল। বৈঠকের অভ্যন্তরে কী আলোচনা হয়েছে, বিস্তারিত তা জানা না গেলেও ইতিবাচকভাবে দেখার কথা জানিয়েছেন তিনি।

/এমএন

Exit mobile version