Site icon Jamuna Television

‘৩ মাসে ৭০০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র’

যুক্তরাষ্ট্র থেকে গেল তিনমাসে প্রায় ৭০০ ভারতীয়কে জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয়েছে। লোকসভায় দেয়া বক্তব্যে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং এই তথ্য জানান।

কীর্তি বর্ধন সিং বলেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলা কড়াকড়িতে এখন পর্যন্ত ৬৮২ ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকেই চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান।

হাজার হাজার অবৈধ অভিবাসীকে আটকের পর পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে। ফেরত পাঠানো ভারতীয়দের মধ্যে বেশিরভাগই অভিবাসন প্রত্যাশী। যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালায়।

/এটিএম

Exit mobile version