Site icon Jamuna Television

ফরিদপুরে নিজ বাড়িতে প্রবাসীকে হত্যা

ফরিদপুর করেসপনডেন্ট:

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিজ বাড়িতে জামাল মাতুব্বর নামে এক প্রবাসীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার তালমা ইউনিয়নের কোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, দীর্ঘ ৩০ বছর পর মালয়েশিয়া থেকে কয়েকমাস আগে দেশে আসেন জামাল। ২৮ দিন আগে তিনি বিয়ে করেছিলেন। গতকাল শুক্রবার রাতে তার ঘরে একদল চোর ঢোকে। এ সময় চিনে ফেলায় তারা জামালকে শাবল দিয়ে আঘাত করে। পরে তার স্ত্রীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। চোরদের চিনে ফেলার কারণেই জামালকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে আরও কয়েকটি বিষয়কে সামনে রেখে তদন্ত চলছে।

/আরএইচ 

Exit mobile version