Site icon Jamuna Television

ক্লিফ চরিত্রে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ সিকুয়েলে ফিরছেন ব্র্যাড পিট

হলিউডের অন্যতম জনপ্রিয় ডিরেক্টর কোয়েন্টিন টারান্টিনোর পরিচালনায় ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। অস্কারজয়ী এই চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য ব্র্যাড পিট জিতেছিলেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এবার সেই সিনেমার দ্বিতীয় কিস্তি তৈরি হচ্ছে। সেই সাথে এই সিনেমার পার্শ্ব চরিত্র ‘ক্লিফ বুথ’ হিসেবে অভিনয় করবেন ব্র্যাড পিট। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নতুন এই ছবির পরিচালনায় থাকছেন না টারান্টিনো। সিকুয়েলের পরিচালকের দায়িত্বে থাকবেন আরেক জনপ্রিয় পরিচালক ডেভিড ফিঞ্চার। তবে টারান্টিনো পুরোপুরি বাদ যাচ্ছেন না; তিনি থাকছেন কেবল চিত্রনাট্যকার হিসেবে।

মূল সিনেমাটিতে তার এই স্ট্যান্টম্যান চরিত্রটি বেশ প্রশংসিত হয়েছিল এবং তাকে এনে দিয়েছিল অস্কার। তবে প্রথম ছবির অপর দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং মার্গো রবি এই কিস্তিতে থাকবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।

/এআই

Exit mobile version