Site icon Jamuna Television

‘দ্য বিটলস’ ব্যান্ড নিয়ে বায়োপিক নির্মাণের ঘোষণা

পৃথিবীর অন্যতম সফল রক ব্যান্ড ‘দ্য বিটলস’। ব্যান্ডটি নিয়ে ভক্তদের রয়েছে আলাদা আবেগ। তাইতো বিটলস-কে নিয়ে বায়োপিক নির্মাণের ঘোষণা দিয়েছে সনি এন্টারটেইনমেন্ট। সম্প্রতি, ‍সিনেমাটিতে কারা অভিনয় করবেন সেই তথ্য প্রকাশ করেছে সনি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দ্য বিটলস ছিল চার সদস্যের ব্যান্ড। প্রত্যেক সদস্যের দৃষ্টিভঙ্গিতে তৈরি হবে একেকটি সিনেমা। এতে জন লেননের চরিত্রে থাকবেন হ্যারিস ডিকিনসন, পল ম্যাককার্টনির চরিত্রে পল মেসকাল, জর্জ হ্যারিসনের চরিত্রে জোসেফ কুইন ও রিঙ্গো স্টারের চরিত্রে অভিনয় করবেন ব্যারি কেওগান। সিনেমাকন উৎসবে এ চার অভিনেতাও হাজির হয়েছিলেন।

বিটলস তৈরির ইতিহাস, ব্যান্ডের চার সদস্যের গল্প, তাদের জার্নি—প্রায় সবই জানা ভক্তদের। এ কথা মাথায় রেখেও পরিচালক স্যাম মেন্ডিস বলছেন, ‘আরও অনেক কিছু অজানা রয়েছে গেছে এ ব্যান্ড সম্পর্কে, সেসব গল্প আমরা এ সিনেমাগুলোয় দেখাব।’ জানা গেছে, ২০২৮ সালের এপ্রিলে মুক্তি পাবে ব্যান্ডটি নিয়ে নির্মাণ করা চার সিনেমা।

/এআই

Exit mobile version