Site icon Jamuna Television

ভারত মহাসাগরে সর্বাধুনিক বি-২ স্টেলথ যুদ্ধবিমানের বহর পাঠাল যুক্তরাষ্ট্র

ভারত মহাসাগরের গার্সিয়া ঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর স্টেলথ বোমারু বিমান বহরের ছয়টি ‘বি-২’ যুদ্ধবিমান পাঠিয়েছে পেন্টাগন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিশ্লেষকদের ধারণা, এটি ইরান ও ইয়েমেন তাদের মিত্র হুতিদের প্রতি একটি বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাগসেথ যখন ইরান ও তার প্রক্সি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিচ্ছেন, ঠিক তখনই এই মোতায়েনের বিষয়টি সামনে এসেছে।

এর আগে, মঙ্গলবার (১ এপ্রিল) বেসরকারি স্যাটেলাইট ইমেজিং কোম্পানি প্ল্যানেট ল্যাবসের তোলা ছবিতে দিয়েগো গার্সিয়া দ্বীপের টারমাকে (বিমানের পার্কিং এলাকা) ছয়টি মার্কিন বোমারু বিমান দেখা গেছে।

একই সঙ্গে কিছু শেল্টার হ্যাঙ্গার বা বিমান রাখার মতো কাঠামোও দেখা গেছে। সেখানে সম্ভবত আরও বিমান লুকানো থাকতে পারে। ঘাঁটিটিতে তেলবাহী ট্যাংকার এবং কার্গো বিমানও আছে।

/এআই

Exit mobile version