Site icon Jamuna Television

শাহবাগ মোড়ে ফুলের দোকানে অগ্নিকাণ্ড

রাজধানীর শাহবাগ মোড়ে ফুলের কয়েকটি টিনশেড দোকানে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটে শাহবাগের একটি টিনশেডের ফুলের দোকানে আগুনের সূত্রপাত ঘটে।

সংশ্লিষ্টরা জানায়, শাহবাগে ফুলের আড়তের পেছনে গ্যাস বেলুনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর বেশ কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ে। রাত ৯টা ৫৩ মিনিটে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে বলে জানায় ফায়ার সার্ভিস।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। ঘটনাস্থলে এখনো তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

/এআই

Exit mobile version