Site icon Jamuna Television

পটুয়াখালীতে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পটুয়াখালী (বাউফল) করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নওমালা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. কামাল হোসেন বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) রাতে পটুয়াখালী শহরের কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কামাল হোসেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বাউফল থানার বিস্ফোরক দ্রব্যের আইনের একটি মামলার তদন্তে গ্রেফতার ইউপি চেয়ারম্যানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতার কামাল হোসেনকে আদালতে সোপর্দ করা হবে।

/আরএইচ

Exit mobile version